ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


সংসদ অধিবেশনের প্রথম দিনে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিএনপির


৩০ জানুয়ারী ২০১৯ ০৩:৫৪

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি হিসেবে মানববন্ধন করবে দলটি।

রিজভী বলেন, ভুয়া ভোটের সংসদ বসছে বুধবার। এ সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রেতাত্মা। এ সংসদ গণবিরোধী।

এছাড়া ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেন তিনি।

/আনু