সংসদ অধিবেশনের প্রথম দিনে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিএনপির

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি হিসেবে মানববন্ধন করবে দলটি।
রিজভী বলেন, ভুয়া ভোটের সংসদ বসছে বুধবার। এ সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রেতাত্মা। এ সংসদ গণবিরোধী।
এছাড়া ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেন তিনি।
/আনু