দেশে ফিরেছেন ড. কামাল

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
মঙ্গলবার (২৯জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় থাই এয়ারের একটি ফ্লাইটে স্ত্রী হামিদা হোসেনকে সঙ্গে নিয়ে তিনি ঢাকায় পৌঁছান।
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
দশ দিন পর দেশে ফিরলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
গত ২৭ জানুয়ারি তার দেশে ফেরার কথা থাকলেও স্ত্রীর পাসপোর্ট-সংক্রান্ত জটিলতার কারণে তখন দেশে ফিরতে পারেননি বলে জানানো হয়।
এর আগে স্বাস্থ্য পরীক্ষা জন্য গত ১৯ জানুয়ারি সিঙ্গাপুর যান কামাল হোসেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।
/আনু