ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


শপথ নেওয়ার বিষয়ে বিএনপি কিছু জানে না: রিজভী


২৯ জানুয়ারী ২০১৯ ০০:৫৭

ফাইল ছবি

সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, গণফোরামের সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে বিএনপি কিছু জানে না। আমিও এ বিষয়ে এখনও কিছু জানি না। তারা শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা। তিনি বলেন, আমি যতটুকু জানি, জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপিসহ সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় এটা সংবাদের অপপ্রচার হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দলীয় সিদ্ধান্ত ছাড়া তারা কীভাবে শপথ নেওয়ার কথা বলেন। সবাই ঐক্যবদ্ধ আছে। যা করা হবে সবার একই সিদ্ধান্তে হবে। আমি মনে করি শপথ না নেওয়ার বিষয়ে এর আগে যে সিদ্ধান্ত হয়েছিল সেটা এখনও বলবৎ আছে।

নির্বাচনি ট্রাইবুনালে প্রার্থীদের মামলা করার বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, যার যার মতো করে প্রার্থীরা মামলা করবে। কেউ করেছে কি না সেটা জানা নেই। তবে করলে করতে পারে। এই সরকারের সঙ্গে মামলা কী করবে, আর কী হবে? সবকিছু তো একাকার।

গণভবনে চায়ের দাওয়াত সম্পর্কে রিজভী বলেন, আমি একা বললে তো হবে না। এটা দলীয়ভাবে যারা সিনিয়র আছেন তারা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে যথা সময়ে জেনে যাবেন।

লিখিত বক্তব্যে রিজভী অভিযোগ করেন, ‘জনগণ ৩০ ডিসেম্বর ভোট দিতে পারেনি। কিন্তু ২৯ ডিসেম্বর রাতে ভোটারবিহীন ব্যালট বাক্স পূর্ণ হয়েছে। নির্বাচনোত্তর সরকার নিজেকে যে নামেই অভিহিত করুক, সেটি অবৈধ সরকার। এই সরকার রাতের আঁধারের ভোটের সরকার। অথচ আওয়ামী লীগ বলছে, তাদের প্রার্থীরা নাকি লাখ লাখ ভোটে বিজয়ী হয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘তার জামিন পেতে আইনি কোনও বাধা নেই। তাকে আটকিয়ে রাখতে আইনের ফাঁক দিয়ে বেআইনি রাস্তায় নানা চক্রান্ত চলছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রমুখ।

/আনু