ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


সৈয়দ আশরাফের আসনে মনোনয়ন ফরম কিনলেন তার বোন


২৫ জানুয়ারী ২০১৯ ২৩:২৯

ফাইল ছবি

কিশোরগঞ্জ-১ আসনের পুনর্র্নিবাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে তার মামাতো বোন আনা-মিলকী এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে জয়ী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় এ আসন শূন্য ঘোষণা করা হয়। যেহেতু অসুস্থতার কারণে তিনি শপথ গ্রহণ করতে পারেননি তাই এ নির্বাচনকে সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া একই আসনে নির্বাচনে জন্য আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম। গত বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
/আনু