ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ডিএনসিসি নির্বাচনে বিএনপির অংশগ্রহন নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়


২৫ জানুয়ারী ২০১৯ ০১:১৫

বর্তমান সরকারের অধীরে কোন নির্বাচনে অংশগ্রহন না করার কথা বললেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচনে প্রার্থী দেবে কি না- সে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, “তফসিলের কথা শুনেছি। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক আছে। এরপর আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।”

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানীতে তার কবর জিয়ারত করতে গিয়ে এ কথা বলেন ফখরুল।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি উত্তরের মেয়র পদে উপ-নির্বাচনের পাশাপাশি ঢাকার দুই সিটির নতুন ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদেও ভোট হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৩০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল লতিফ খান, আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা নুরী আরা সাফা, তাবিথ আউয়াল, হেলেন জেরিন খান, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ সময় তার সঙ্গে ছিলেন।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। পরে তার মরদেহ ঢাকায় এনে বনানীতে দাফন করা হয়।

/আই আর