ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিএনপি ভুলের কাঁদায় আটকে গেছে: কাদের


২৩ জানুয়ারী ২০১৯ ০২:৩৪

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কাঁদায় আটকে গেছে, ভুলের কাঁদায়। কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো লক্ষণ দেখছি না।

এসময় তিনি বলেন, পরাজয়ের পর বিএনপিকে দেখলে মনে হয় শিল্পী জয়নুলের কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে মতিঝিলে বিআরটিসি ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব কে হবে না হবে তারাই ঠিক করবে। তবে মির্জা ফখরুল সাহেব সজ্জন মানুষ। অন্য আবাসিক প্রতিনিধিদের মতো নয়। এপ্রিলের মধ্যে ভারত থেকে ১১শ নতুন গাড়ি আসছে। এর মধ্যে ৬শ বাস (তিনশ ডাবল ডেকার, তিনশ সিঙ্গেল), আর ৫শ ট্রাক।

তিনি বলেন, যদি সঠিক লোকের হাতে বিআরটিসির দায়িত্ব দেওয়া না যায় তাহলে আগের মতোই অবস্থা হবে। এসময় বিআরটিসির চেয়ারম্যানের কাছে সব বাসের লিজ হিসাব চেয়েছেন মন্ত্রী।

/আনু