ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


সংরক্ষিত আসনে আ.লীগের ফরম নিলেন চৌধুরী নূরজাহান মঞ্জুর


১৮ জানুয়ারী ২০১৯ ০৮:৩৯

সংরক্ষিত আসনে আ.লীগের ফরম নিলেন চৌধুরী নূরজাহান মঞ্জুর

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন সাতক্ষীরা পৌর যুবলীগের সহ-সভাপতি ও পুলিশ নারী কল্যাণ সমিতির সাবেক সভানেত্রী চৌধুরী নূরজাহান মঞ্জুর।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন তিনি। বর্তমানে তিনি কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্য, রংপুর ওমেন চেম্বার অব কমার্সের সিনিয়র কার্যকরি সদস্য এবং রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের কার্যকরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সাতক্ষীরা পুলিশ নারী কল্যাণ সংস্থার সভাপতির দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছন। এছাড়া তিনি সাতক্ষীরায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে নেমেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তিনি সাংবাদিকদের বলেন, পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রে নারীদের বিশেষ অবদান রাখাই হবে আমার প্রধান কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চান তাহলে সংরক্ষিত নারী আসনে এমপি হবো। সাম্প্রদায়িক ও মৌলবাদের বিরুদ্ধে তিনি নারী সমাজকে জাগিয়ে তুলব। তাছাড়া দারিদ্র্যের সংস্কৃতি থেকে তাদেরকে বের করে আনতে কাজ চালিয়ে যাবো। নূরজাহান মঞ্জুর বলেন, সংরক্ষিত আসনে সাংসদ হলে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখবেন।