ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


আওয়ামী লীগের প্রথম যৌথসভা শনিবার


১১ জানুয়ারী ২০১৯ ০৬:০৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম যৌথসভার আহবান করা হয়েছে আগামি ১২ জানুয়ারি শনিবার।

আগামি শনিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একাদশ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বার এবং দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

যৌথসভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের