ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মহাজোটের বিজয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে যুবলীগ দক্ষিণের সভা


১১ জানুয়ারী ২০১৯ ০৪:৪৫

যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ও মহাজোটের ঐতিহাসিক বিজয়ে তৃনমুলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অন্তর্গত কোতয়ালী,বংশাল,সূত্রাপুর, ওয়ারী ও গেন্ডারিয়া থানার সকল ওয়ার্ড যুবলীগের সমন্বয়ে পুরাতন ঢাকার আলহাজ্ব সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন রানা,বক্তব্য রাখেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন,,মাহাবুবুর রহমান পলাশ,আলী আকবর বাবুল, এনামুল হক আরমান,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক,উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান,উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিয়াজ আহমেদ ফালান,সদস্য এমআর মিঠু সহ মহানগর ও উল্লেখিত ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু ।