ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঢাকায় আসছেন বিএনপি দলীয় প্রার্থীরা


৩ জানুয়ারী ২০১৯ ০০:০৫

প্রতিকি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেওয়া দলীয় প্রার্থীদের ঢাকা আসার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার তাদের গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ব্যাপারে লক্ষীপুর-১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের জানান বলেন, ‘৩ জানুয়ারি সকালে আমাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক করার কথা রয়েছে। রাতের অন্ধকারে ভোট ডাকাতি করা হয়েছে। এসব বিষয় নিয়ে ৩ জানুয়ারি আমরা বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবো।’