ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন কাদের


২ জানুয়ারী ২০১৯ ০৫:৫৯

ছবি সংগৃহিত

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্টের এমপিদের শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের সাত এমপি’র শপথ না নেওয়ার ঘোষণার প্রতিক্রিয়া এ আহ্বান জানান কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘তারা গতবার নির্বাচন বর্জন করে ভুল করেছেন, এবারও জনগণ যে রায় তাদের দিয়েছেন, এতে সন্তুষ্ট-অসন্তুষ্ট এটা তাদের ব্যাপার। যারা নির্বাচিত হয়েছেন, তারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। জনগণের রায়কে যেন অসম্মান না করে।’ নির্বাচন প্রত্যাখান করে আন্দোলনের ঘোষণাকে কিভাবে দেখছে আওয়ামী লীগ- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন করার মত বিএনপি’র কোনো অভজেকটিভ কন্ডিশন নেই এবং আন্দোলনে অংশ নেওয়ার মত কোনো সাবজেকটিভ প্রিপারেশনও তাদের নেই। এ অবস্থায় আন্দোলনের সূত্র তাদের বিরুদ্ধে। নতুন সরকারের কী চ্যালেঞ্জ নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘জনগণের কাছে, জাতির কাছে ইশতেহারে যে ওয়াদাগুলো করেছি সেটার বাস্তবায়নই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে যে গণজোয়ার, ৭০ সালের পর আমরা এমন জোয়ার দেখিনি। ৭০ সাল, ৫৪ সালের নির্বাচনের ফলাফলটা যেমন নৌকার পক্ষে হয়েছিল এবারও সে রকমটাই হয়েছে। জাতীয় পার্টি এবারেও প্রধান বিরোধী দল হিসেবে অবস্থান করছে, সেক্ষেত্রে তাদেরকে কি মন্ত্রিত্ব দেওয়া হবে, না প্রধান বিরোধী দল হিসেবে রাখা হবে- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টা শরিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরে স্বিদ্ধান্ত নেবেন।