ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিরোধী দলে যাব কি না আলোচনায় সিদ্ধান্ত মশিউর রহমান রাঙ্গা


২ জানুয়ারী ২০১৯ ০১:২৬

ছবি সংগৃহিত

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা বিরোধী দলে যাব কি না,’মহাজোটের সাথে আলোচনা করে ও প্রেসিডিয়ামের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। ‘সংবিধান অনুযায়ী আমরা বিরোধী দল হতে পারবো,তাতে কোন সমস্যা নেই।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় দলটির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতির সভাপতিত্বে ও পার্টির দফতর সম্পাদক সুলতান আহমেদের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘দেশের অন্য দলের চেয়ে জাপা সংগঠিত দল। এটা বিএনপি বা অন্য দল না। আমরা এখন সর্ববৃহৎ ও শক্তিশালী দল। আমি চেয়ারম্যানের সঙ্গে আলচনা করবো যেনো কথায় কথায় বহিষ্কার করা না হয়। এটা দলকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি নিজেও চারবার বহিষ্কার হয়েছি।’

রাঙ্গা বলেন, আমাদের যা পাওয়ার কথা ছিল তা পাইনি।‘আমরা নির্বাচন নিয়ে সন্তুষ্ট নই। আমাদের ৩০টি আসন দেয়া হয়ে ছিল, সেখান থেকে ২৪টি করা হয়েছে। এখানে আমরা ২২টি তে ফল পেয়েছি। নির্বাচনে আমাদের ওপর অনেক নির্যাতন করা হয়েছে। অনেক জায়গায় এজেন্টও থাকতে দেয়া হয়নি।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে রাজনীতির মাঠে থাকতে হবে। রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা করা যাবে না।