ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ : ফখরুল


৩০ ডিসেম্বর ২০১৮ ২১:৩১

মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন্দ্রের পরিবেশ এখনও শান্তিপূর্ণ। ভোটাররা যদি ভোট দিতে পারেন তাহলে ঐক্যফ্রন্টের বিজয় হবে। রোববার সকাল সাড়ে ৮টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন। ভোটকেন্দ্র থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওসহ দেশের অনেক ভোট কেন্দ্রের অবস্থা ভালো নেই। আমরা চাই ভোটাররা ভোট প্রদান করুক, ভোট দিতে পারলেই তারা তাদের পছন্দের প্রার্থী বিজয়ী করতে পারবেন ও গণতন্ত্রের বিজয় হবে।

পরে তিনি নিজ নির্বাচনী আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুনসময়/আইএ/