ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


হাত-পা বেঁধে রেখেছেন সিইসি, রিজভী আহমেদ


২৯ ডিসেম্বর ২০১৮ ০৮:৩১

ছবি সংগৃহিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী ক্যাডারদের গুন্ডামিতে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের মিছিলে বাধা দেয়া হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির নির্বাচনী এজেন্ট, কর্মী ও সমর্থকদের এলাকা ছাড়া করেছে। গ্রামে-গ্রামে চলছে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া। সারাদেশে এখনও ভীতিকর অবস্থা বিদ্যমান। সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাত-পা বেঁধে রেখেছেন সিইসি (প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা)। তাদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হচ্ছে না। এগুলো সবই হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারায় এবং সিইসির তত্ত্বাবধানে।’

গণজোয়ার সৃষ্টি হয়েছে, এবারে ভোটবিপ্লব হবে দুর্নীতি আর সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে।সুতরাং গণজোয়ারের যে কথা বলেছেন ওবায়দুল কাদের, সেই জোয়ার নদী আর সমুদ্রের মোহনায় নেই, সেই জোয়ার এখন ওবায়দুল কাদেরের মুখে চলে এসেছে। আর অরিজিনালি যেখানে জোয়ার থাকার কথা সেখানে পানিশূন্য বালির চর।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, দলটির শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম,প্রমুখ।