সালাহউদ্দিন-বাবলার কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ও মহাজোটের আবু হোসেন বাবলার কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্যামপুরের লাল মসজিদের সামনে এমন ঘটনা ঘটেছে।এ সময় পুলিশ অন্তত সাত থেকে আট বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করার কথা শোনা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন সকালে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হয়। এর কিছুক্ষণ পর আবু হোসেন বাবলার কর্মীরাও মিছিল নিয়ে বের হন।
মিছিলটি একপর্যায়ে মুখোমুখি অবস্থান নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা জড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রচারে বিনা উসকানিতে লাঙ্গল প্রতীকের লোকজন হামলা চালায়। এতে বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর জোনের সহকারী কমিশনার (এসি) ফয়সাল মাহমুদ সাংবাদিকদের বলেন, মিছিলটি শুরুর সময়ই নিরাপত্তার স্বার্থে আমরা ধানের শীষের লোকজনকে বাধা দিই। কিন্তু তারা আমাদের কথা শোনেননি।
তিনি বলেন, একপর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।