সাতক্ষীরা-৪আসনের, জি এম নজরুল ইসলাম গ্রেফতার

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জি এম নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে,নজরুলের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে জামায়াত নেতা ও শ্যামনগর উপজেলা পরিষদের বরখাস্ত চেয়ারম্যান আব্দুল বারী, পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর আবদুর রব ও জামায়াত নেতা শেখ আব্দুল বারীকে।নজরুল ইসলাম জামায়াতের নেতা। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।
বিভিন্ন সুত্র থেকে জানাযায়,নির্বাচনী কৌশল নিয়ে বিএনপির প্রার্থী জামায়াত নেতা নজরুল ইসলাম তাঁর ইসমাইলপুর গ্রামে বাড়িতে দুপুরে কয়েকজনকে নিয়ে পরামর্শ করছিলেন। বেলা ২টার দিকে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিছুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে নজরুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।