ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


আব্বাসের মনোনয়ন বাতিল চান মেনন


৬ ডিসেম্বর ২০১৮ ০৪:৩৫

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন একই আসনের মহাজোটের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নির্বাচনী হলফনাফায় তথ্য গোপনের অভিযোগে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) মেননের পক্ষে আইনজীবী জেয়াদ আল মালুম এই আপিল করেন।

জেয়াদ আল মালুম বলেন, ‘মির্জা আব্বাসের হলফনামায় তথ্য গোপন করে ভুল তথ্য দেওয়া হয়েছে। নির্বাচন বিধিমালাতে হলফনামার কোনো ভুল তথ্য সংশোধনের সুযোগ নাই।’

কী ধরনের তথ্য গোপন ও ভুল তথ্য দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, হলফনামাতে ভুল তথ্য দিয়েছেন, আরেকটা হলো তথ্য গোপন করেছেন। আমরা সবাই জানি, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ঋণ খেলাপীর কারণে তার নমিনেশন বাতিল হয়েছে। এই তথ্যটি মির্জা আব্বাস হলফনামায় গোপন করেছেন।

আরেকটি হলো হলফনামায় মির্জা আব্বাস বলেছেন, তার স্ত্রী আফরোজা আব্বাস তার কাছ থেকে ৭৩ লাখ টাকা পাবে। আফরোজা আব্বাস তার হলফনামায় বলেছেন যে, মির্জা আব্বাস তার কাছ থেকে ১ কোটি টাকা পাবে। ফলে এই যে তার কন্ট্রাডিকশনের বিষয়, প্রকৃত তথ্য এখানে গোপন করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। কিন্তু মির্জা আব্বাস রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। কিন্তু তার স্ত্রী আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।

মঙ্গলবার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র গ্রহণে রিটার্নিং অফিসারকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তার মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে এবং ২৪ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই করতে রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।