বিদ্রোহীদের মনোনয় প্রত্যাহারের আহ্বান

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়পত্র প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় চার নেতা। তারা সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টেলিফোনে অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলেন। এই চার নেতা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও বিএম মোজাম্মেল হক।
জানা গেছে, আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপক্ষে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন শুধু তাদেরই ফোন করা হয়েছে। এছাড়া জোটের প্রার্থীদের বিপক্ষে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
এ ব্যাপারে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, গতকাল সারাদিনে প্রায় ৫০ জনের বেশি স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে কথা বলেছি আমরা। কয়েকজনকে ফোনে পাওয়া যায়নি, বাকি সবার মনোভাব ইতিবাচক। আশা করছি ৯ ডিসেম্বরের আগেই তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।