খালেদার তিন আসনেই মনোনয়নপত্র বাতিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জমা দেয়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করার জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলটির নেতারা। রোববার এসব জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসাররা তার মনোনয়নপত্র বাতিল করেন। এর ফলে খালেদা জিয়া একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছেন না।
মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে রোববার সকালে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুজ্জামান খালেদার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন। একই দিন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাও খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রে কোনো অসঙ্গতি ধরা পড়েনি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কেএম কামরুজ্জামান সেলিম।
মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন। তিনি এ আসন থেকে একাধিকবার নির্বাচন করেন।