ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপির দুগ্রুপই মান্নার পক্ষে


৩০ নভেম্বর ২০১৮ ২৩:৩৯

বগুড়া-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে বিএনপি দুই পক্ষই নির্বাচনে একত্রে কাজ করবে বলে অঙ্গিকার করেছে। উপজেলার সোনালী ব্যাংক চত্বরে বুধবার রাত সাড়ে ৮টায় বগুড়ার শিবগঞ্জ থানা বিএনপি আয়োজিত এক পরিচিতি সভায় নেতারা এ ঘোষণা দেন।

থানা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্ত্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদব এসএম তাজুল ইসলাম, সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন, বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাংগঠনিক আবদুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান তৌফিক হাসান প্রমুখ।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। এখনও বিরোধী নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে। আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন করছি। সরকার মনে করেছিল বিএনপি নির্বাচনে যাবে না। এখন বিএনপি নির্বাচনে যাওয়ায় সরকার বিপাকে পড়েছে। সরকারের শক্তি পুলিশ, আর আমাদের শক্তি জনগণ। জনগণের ব্যাপক সমর্থন থাকায় আমরা নির্বাচন করছি। জয় আমাদের নিশ্চিত- ইনশাআল্লাহ।

মান্না আরও বলেন, প্রশাসনের একটি অংশ পুরো নির্বাচন দখল করার জন্য সভা সমিতি ও গ্রুপ বৈঠক করছে। লেভেল প্লেয়িং ফিল্ড এখনো হয়নি। এই নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই হিসেবেই নিয়েছি।