ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


নিজের আসনকে মাদক-সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার করলেন সাদেক


৩০ নভেম্বর ২০১৮ ০৮:৫৯

ঢাকা-১৩ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করলেন সাদেক খান। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত রায়ের বাজার বেরিবাধ সংলগ্ন সাদেক খান পেট্রল পাম্পের পাশে  মত বিনিময় সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে পারলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়িত করতে আমি যা করার করে যাবো। উন্নয়ন ও অগ্রযাত্রার পথে ছাত্রলীগকে প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানান সাদেক খান।

মহনাগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তরে প্রতিটি কেন্দ্র ভিত্তিক কমিটি করেছেন। সে কমিটি প্রতিটি কেন্দ্র পাহাড়ায় থাকবে। কেউ যেন ভোটের সুন্দর পরিবেশ নষ্ট না করতে পারে সেজন্য ছাত্রলীগ সজাগ থাকবে। নির্বাচন শেষ না হওয়ার আগ পর্যন্ত ছাত্রলীগ মাঠে থাকবে।

ঢাকা-১৩ আসনের প্রার্থী সাদেক খানকে বিজয়ী করতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ পাশে থাকবে এমন অঙ্গীকার ব্যক্ত করেন ইব্রাহিম।

মতবিনিময় সভা শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ,আসলামুল হক এমপি,শেখ বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানাসহ মোহাম্মদপুর,আদাবর,শেরে বাংলানগর ও গ্রাফিক্স আর্ট  কলেজের সভাপতি এবং সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর উত্তর ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান হৃদয়।

এমএ