মাগুরায় বিএনপি প্রার্থী মনোয়ার খান কারাগারে

মাগুরা-১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খানকে পেট্রোল বোমায় ৫ শ্রমিক হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি হিসেবে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে মাগুরা জেলা জজ আদালত।
২০১৫ সালের ২১ মার্চ মাগুরা সদরের মঘির ঢালে পেট্রোল বোমা হামলার ঘটনার পর দীর্ঘদিন সিঙ্গাপুরে পালতক থেকে কয়েকদিন আগে তিনি হাইকোর্টে জামিন চাইতে গেলে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেয় আদালত।
বৃহস্পতিবার তিনি মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় ন্যায়বিচার না পাওয়ার দাবী করেছেন তার আইনজীবিরা।
এমএ