এসেই মাঠ কাঁপিয়ে দিলেন বরগুনার জাহাঙ্গীর কবীর

মনোনয়ন নিয়ে বরগুনায় এসেই মাঠ কাঁপিয়েছেন বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবীর। সোমবার (২৬ নভেম্বর) বিকেলে তিনি সংসদীয় আসনে পৌঁছান। এসময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে স্বাগত জানান। পাশাপাশি এলাকার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।
সন্ধ্যা ৫টার দিকে বরগুনা শহরে পৌঁছলে জনতার ঢল নামে জাহাঙ্গীর কবীরের পক্ষে। এসময় তিনি শহরে মৌন পদযাত্রা করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষেপ সমাবেশ করেন। সমাবেশে জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন বক্তৃতা করেন।
দেলোয়ার হোসেন বলেন, আমরা আজ জাহাঙ্গীর কবীরের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। কোনো দূর্ণীতিবাজের পক্ষে আমরা নেই, দূ্র্ণীতিবাজকে মানুষ যে প্রত্যাখ্যান করেছে তাঁর প্রমান আজকে এই মানুষের ঢল। মাননীয় প্রধানমন্ত্রী ও বুঝতে পেরেছেন বাস্তবতা। তাই তিনি জাহাঙ্গীর কবীরকে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমরা চাই জাহাঙ্গীর কবীরের মনোনয়নই বহাল থাকুক। আমরা তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবো।
জাহাঙ্গীর কবীর তাঁর বক্তৃতায় বলেন, জেলা আ.লীগের অধিকাংশ নেতারা দূর্ণীতিবাজের বিপক্ষে অবস্থান নিয়েছে।
মানুষ দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্তি চায়। যার প্রমান আজ হাজার হাজার মানুষের আমার পক্ষে ঢল নেমেছে। আমি বরগুনাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি বিপুল ভোটে জয়লাভের মধ্য দিয়ে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। আমরা নিয়মের মধ্যে থেকে আইন মেনে পরবর্তি কার্যক্রমে অংশ নেবো।
এসময় মনোনয়ন প্রত্যাশী অপর একজন মশিউর রহমান শিহাবসহ জেলা আ.লীগের শীর্ষ নেতাদের অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়াও যুবলীগ সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন সাবু, ছাত্রলীগ সভাপতি জুবায়ের আদনান অনিক, সম্পাদক তানভীর হোসাইনসহ অন্যান্য অংগ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরগুনা -১ আসনে বর্তমান সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভুকেও মনোনয়ন দেয়া হয়। শমভু’র বিরুদ্ধে সীমাহীন দূর্ণীতি অনিয়ম ও চাকরিতে ঘুষসহ নানা অভিযোগে জেলা আ.লীগের শীর্ষ নেতারা একাট্টা হয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে সংবাদ সম্মেলন করে এলাকা অবাঞ্চিত ঘোষণা করে জেলা আ.লীগের একাংশের নেতারা। পরে এ আসন থেকে ৫২ জন মনোনয়ন পত্র ক্রয় করেন। এঁদের মধ্যে এই দু’জনকে মনোনয়ন দেয়া হয়। ৯ ডিসেম্বরের মধ্যে একজনকে প্রত্যাহার করতে হবে।
এমএ