ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


হুমকি ধামকিতে নিরপেক্ষতা থেকে নড়বেন না, ইসিকে হানিফ


২৭ নভেম্বর ২০১৮ ০৩:৩১

ফাইল ফটো

নির্বাচন কমিশনকে কোন ধরনের হুমকি ধামকিতে নিরপেক্ষতা থেকে সরে না আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক মেয়র মোহাম্মদ হানিয়ের ১২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি হুমকী ধামকি দিয়ে নির্বাচন কমিশন থেকে ফয়দা লোটার চেষ্টা করছে জানিয়ে হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, নির্বাচনে জয় লাভ করার জন্য আপনাদের ১৫১ আসনে জয়লাভ করতে পারবেন না কি না সেটা পরের ব্যপার আগে আপনার নিজের আসন থেকে জয় পাবেন কি না সেটা দেখেন। হুমকী ধামকী দিয়ে নির্বাচন কমিশনের থেকে ফয়দা লোটার চেষ্ট করছেন। আমরাও নির্বাচন কমিশনকে বলবো, কোন ধরনের হুমকী ধামকীতে নিরপেক্ষতা থেকে নড়বেন না।

তিনি বলেন, আজকে জাতি হতাশ হয়েছে।বিএনপি নেতা একজন সন্ত্রাসী তারেক রহমান দন্ডমাথায় নিয়ে বিদেশে বসে কি করে ভিডিও কলে দলের স্বাক্ষাতকার নেয়। আমরা নির্বাচন কমিশনের কাছে এটা জানিয়েছিলাম। নির্বাচন কমিশনকে বলবো, কারও চোখ রাঙ্গানিতে, কারও হুমকী ধামকীতে বিভ্রান্ত হবেন না। আমরা চাই নির্বাচন কমিশন আরও শক্ত ভিুমিকার রাখুক। আপনাদের শক্ত ভুমিকা জাতি দেখতে চায়। কারও ধমকে দূর্বল হওয়ার কারণ নেই। জাতির প্রত্যাশা অনুযায়ী অবাধ শুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আপনার জনগনকে উপহার দিবেন বলেই আমরা আশা করছি।

তিনি আরো বলেন, জালাও পুড়াও করে, হুমকী ধমকী দিয়ে রাজনৈতিক ফয়দা লোটার কোন সুযোগ নেই । আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং জনগন আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে এটাই আমরা আশা করছি।

মিথ্যাচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আপনি কথায় কথায় বলেন মিথ্যা মামলা দিয়ে আপনাদের হয়রানী হরা হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে বিএনপি যে একটা সন্ত্রাসী দল। কানাডার আদালতে প্রমান হয়েছে। মানি লন্ডারিংয়ের বিষয়ে এফবিআই এসে স্বাক্ষ দিয়ে গেছে।

তিনি বলেন, ফখরুল সাহেব আপনাদের লজ্জা হওয়া উচিত, হেলমেট পরে বিএনপি অফিসের সামনে কারা পুলিশের উপর আক্রমন করেছিল এটা এখন জাতির সামনে পরিস্কার। এ নিয়ে আপনারা নির্লজ্জ মিথ্যাচার করেছেন। এভাবে মিথ্যাচার করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ এখন আর নেই। মিথ্যাচার করে ফয়দা লোটা যাবে না।

মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংসদ হজী সেলিম প্রমুখ।