ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


চান না আশরাফ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ব্যাংককে নেতারা


২৬ নভেম্বর ২০১৮ ০৪:৪৭

গুরুতর অসুস্থ আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ। বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুগ্রাদ হাসাতাপালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাননি তিনি। এরপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হস্তক্ষেপে সৈয়দ আশরাফ নির্বাচন করছেন। তবে এবারের নির্বাচনে অংশ নিলেও নির্বাচনী প্রচারণায়ই হয়তো দেখা যাবে না তাকে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর একজন ব্যক্তিগত স্টাফ এবং সৈয়দ আশরাফের একজন নিকটাত্বীয় ব্যাংককে গেছেন। মনোনয়নপত্রে স্বাক্ষর নেওয়ার জন্যই তারা হাসপাতালে গেছেন। সৈয়দ আশরাফ স্বাক্ষর দেওয়ার মতো অবস্থায় থাকলে মনোনয়নপত্রে তার স্বাক্ষর নেওয়া হবে। আর স্বাক্ষর দেওয়ার মতো অবস্থায় না থাকলে টিপসই নেওয়া হয়েছে। সৈয়দ আশরাফের স্বাক্ষর সংগ্রহ করে আজ শনিবার রাত বা কাল সকালে তারা দেশে ফিরে আসতে পারেন।

জানা গেছে, এরই মধ্যে সৈয়দ আশরাফের জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে। আর ব্যাংককে চিকিৎসাধীন সৈয়দ আশরাফের স্বাস্থ্যেরও আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। আর সৈয়দ আশরাফের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অনড় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমএ