ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


যতদিন ইচ্ছা সাজা দিন


৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:১৩

আদালতে বিচারককে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমার শারীরিক অবস্থা ভালো না। আপনাদের যা মনে চায়, যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিন। আমার প্রতি অবিচার করা হচ্ছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে বিচারক আখতারুজ্জামামের সামনে এ মন্তব্য করেন খালেদা জিয়া।

এদিন দুপুর ১২টা ১৫ মিনিটে খালেদা জিয়াকে কারাগারের নিজ কক্ষ থেকে হুইল চেয়ারে করে আদালতের এজলাসে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের কার্যক্রম শুরু হলে বিচারককে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো না। আমার পা ফুলে গেছে। ডাক্তার বলেছে, পা ঝুলিয়ে রাখা যাবে না। এখানে আমি আদালতে বারবার আসতে পারবো না। আপনাদের যা মনে চায়, যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিন। ন্যায়বিচার বলে কিছু নাই। আমার প্রতি অবিচার করা হচ্ছে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

এসএ