প্রতি আসনে তিনজন প্রার্থী রাখছে বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। দলীয় প্রার্থী চূড়ান্ত করতে রোববার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপির মাধ্যমে এই মনোনয়ন বোর্ডে যুক্ত হন। তবে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে দলটির সাড়ে চার হাজার নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নিজেদের মনোনয়ন নিশ্চিত করতে দলের প্রভাবশালী নেতাদের বাসাবাড়ি কিংবা অফিসে দৌড়ঝাঁপ করছেন মনোনয়নপ্রত্যাশীরা। ঢাকায় লবিং-তদবিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তার। অনেকে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও যোগাযোগ করছেন। কেউ কেউ ‘সবুজ সংকেত’ পাওয়ার আশায় স্ব শরীরেও লন্ডনে যাচ্ছেন। অনেকেই এরইমধ্যে সবুজ সংকেত পেয়েছেন বলেও জানা গেছে।
বিএনপির একাধিক সূত্র জানায়, একাদশ জাতীয় নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে দলটির অন্তত তিনজনকে সবুজ সংকেত দিয়ে রাখছে। মামলা, ঋণখেলাপি কিংবা অন্য কোনো কারণে কারও প্রার্থিতা বাতিল হলে দ্বিতীয়জনকে চূড়ান্ত মনোনয়ন দেবে বিএনপি। ওই প্রার্থীও কোনো কারণে নির্বাচন না করতে পারলে তৃতীয়জনকে বেছে নেবে বিএনপি। প্রায় প্রতিটি আসনেই ৪-৫ জন করে মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিচ্ছে দলটি।
বিএনপি জানায়, ৩০০ আসনেই দলটি প্রার্থী চূড়ান্ত করে রাখবে। পরে ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকেও তাদের মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চাওয়া হবে। কোন আসনে বিএনপির প্রার্থীর চেয়ে জোট ঐক্যফ্রন্টের প্রার্থী যোগ্য তা নিয়ে আলোচনা করে প্রার্থী দেওয়া হবে। ইতোমধ্যে ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের শরিক দলগুলো প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। সব মিলিয়ে জোট ও ফ্রন্টকে ৬০-৭০টি আসন ছেড়ে দিতে পারে বিএনপি। চলতি সপ্তাহে সব দলেরই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। তবে এখনই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না। আগামী সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করছি। জোট ও ফ্রন্ট পৃথকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। তবে এখনই আমরা তালিকা ঘোষণা করছি না। মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই পর্যন্ত সময় আছে।’
আরকেএইচ