মহাখালী সাততলা বস্তিতে আগুন, পুড়ে গেছে প্রায় ৭০ ঘর

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস স্টেশন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে ৮টি ইউনিট রওনা দেয়। প্রথমে বিকেল ৩টায় তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট সেখানে যোগ দেয়।