‘গায়েবি’ মামলায় গ্রেপ্তার না করতে ইসিতে বিএনপির চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরিত গায়েবি ও মিথ্যা মামলার তালিকাভুক্ত আসামিদের গ্রেপ্তার না করার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।
রোববার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠিটি দিয়ে এসেছেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের মামলার তথ্য সংগ্রহকারী কর্মকর্তা সালাউদ্দিন খান।
এ সময় চিঠির সঙ্গে ২ হাজার ৪৮টি মামলাসংবলিত একটি তালিকাও জমা দেন সালাউদ্দিন।
চিঠিতে মির্জা ফখরুল সিইসি বরাবর লিখেছেন, প্রধানমন্ত্রীর কাছেও মামলাগুলোর তালিকা জমা দেওয়া হয়েছে। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তারা কোনো সুবিচার পাননি।
বিএনপির দাবি ছিল, মিথ্যা ও রাজনৈতিক মামলা দিয়ে সারাদেশে দলের নেতাকর্মীদের যে গ্রেপ্তার চলছিল, তা যেন বন্ধ করা হয়। এছাড়া, যাদের এখন পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের ছেড়ে দেওয়া।
কিন্তু দাবির পরিপ্রেক্ষিতে সরকারের কোনো ব্যবস্থা না থাকায় দলের নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ ও হয়রানীমূলক মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের যেন ছেড়ে দেওয়া হয়, সে ব্যবস্থা করতে সিইসি বরাবর দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন এখন সর্বময় ক্ষমতার অধিকারী। তাই বিএনপির পক্ষ থেকে সিইসি বরাবর এই চিঠিটি দেওয়া হয়।