ঢাকা বুধবার, ২৭শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


রাতে জরুরি বৈঠকে বসছে বিএনপি


১০ মে ২০২৫ ২০:৪১

ফাইল ফটো

সাম্প্রতিক বিষয় নিয়ে করণীয় ঠিক করতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)।

 

আজ শনিবার রাত ৯টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আমি কিছু জানি না। তবে সাম্প্রতিক বিষয়ে নিয়ে আলোচনা হবে। 

 

তিনি আরও বলেন, রাত ৯টায় বৈঠকটি ডাকা হয়েছে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

 

এদিকে, আজ শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। তবে আজকের জরুরি বৈঠক নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি