ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


জামিনে মুক্তি পেলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তফা


২৪ মার্চ ২০২৪ ২০:৫৬

সংগৃহীত

দেড় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান।

রোববার (২৪ মার্চ) দুপুর ৫ টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ১ থেকে তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন মহানগর উত্তর বিএনপি নেতারা।

মুক্তি পাওয়ার পর মোস্তফা জামান বলেন, নেতাকর্মীদের জেলে আটকে রেখে সরকার ক্ষমতায় থাকতে চায়। সরকার যে প্রহসনের নির্বাচন করেছে তা সারা বিশ্ব দেখেছে। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে।

উল্লেখ্য: গত ১২ ফেব্রুয়ারি বিকেল ৫ টার সময় উত্তরার নিজ বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। গাড়ি ভাঙচুর ও নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

নতুনসময়/এএম


কারাভোগ, জামিন, বিএনপি, আহবায়ক, কেন্দ্রীয় কারাগার