"ডু অর ডাই" কাজে লাগিয়ে জয়ী সাইফুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ (সাভার-আশুলিয়া) আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোটারদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। তবে "ডু অর ডাই" শব্দটি ব্যাপক কাজে লেগেছে তার।
গতকাল ৭ জানুয়ারির ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর সাভার উপজেলায় এমন চিত্রই লক্ষ্য করা গেছে। এর আগে তিনি নিজে চা খেয়েছেন এবং পাউরুটিকে চা খাইয়েছেন,এখন তিনি পাউরুটিসহ চা উপভোগ করবেন।
স্বপ্নবাজ মুহাম্মদ সাইফুল ইসলাম নিজেও জানতেন স্বপ্ন পূরণে মরহুম চেয়ারম্যান সৈয়দ আলী মাস্টারের ছেলে সুমন আহম্মেদ ভুঁইয়াকে তার প্রয়োজন। আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের অকুণ্ঠ সমর্থনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ ভুঁইয়া সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই আবার ঋণ পরিশোধ করলেন রক্তরাজনীতির বীরপুরুষ সুমন আহমেদ ভূঁইয়া। এদের সবার জয়ের পেছনে মোমবাতির সুতার মত জ্বলজ্বল করে নিজে জ্বলে আলো ছড়িয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্ট শিল্পপতি রুবেল আহমেদসহ অনেকে। তাদের সবার পরিশ্রমের প্রতি রইল শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।
এদিকে নিজের দল ক্ষমতায় থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণের মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর নিজের শক্ত রাজনৈতিক অবস্থান জানান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ ওরফে মুরাদ জং। নির্বাচিত মুহাম্মদ সাইফুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন তিনি। সাভার ও আশুলিয়ার জনগণ এখনও তাকে মনে রেখেছেন। নির্বাচন ছাড়াও মুরাদ জংকে এই অঞ্চলের মানুষ এবং তার কর্মীদের পাশে থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। কেউ কেউ মন্তব্য করেছেন তার নিজ দলকে আরো শক্তিশালী ও সাংগঠনিক ধারা রক্ষার স্বার্থে মুরাদ জংকে কাজ করা প্রয়োজন।
অন্যদিকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান পরাজিত হয়েছেন। তবে তিনিও নিজের ক্লিন ইমেজের কারণে ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন। তবে পাউরুটির মতো দুই এক জন গডফাদারের কারণে তাকে মাশুল দিতে হয়েছে। আগামীতে তিনি সাভার ও আশুলিয়ার মানুষদের জন্য কমমূল্যে চিকিৎসা সেবা দিবেন বলে প্রত্যাশা সবার।
মুহাম্মদ সাইফুল ইসলামের বিজয়ের মধ্য দিয়ে সাময়িক মুচকি হাসলেও আতঙ্কে রয়েছেন সাভারের একটি সন্ত্রাসী "পাউরুটি"গোষ্ঠী। নির্বাচিত হওয়ার একদিন পর সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রতি ইঙ্গিত করে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা ১৯ এর নয়া অভিভাবক ও নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। অবশেষে তিনি চা খেয়ে পাউরুটিকে চা খাইয়ে নিজেই সেই পাউরুটিসহ চা উপভোগের মাধ্যমে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ৭৬ হাজার ২০২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. মো: এনামুর রহমান ৫৬ হাজার ৩শ ৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
প্রতিমন্ত্রী ডা. এনাম আমলের অবসান ঘটিয়ে ৮ হাজার ২১০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ায় মুহাম্মদ সাইফুল ইসলামকে আমাদের শুভেচ্ছা।