ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


২৮৩ আসনে নির্বাচনে করবে জাতীয় পার্টি


১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:২৬

ছবি সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি যে, আমরা নির্বাচনে যাচ্ছি।’   

আজ রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু জানান, এবার আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি। ২৮৩ আসনে নির্বাচন (জোটগতভাবে নয়) করবেন তারা।

এর আগে দুপুরে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আমরা ৭ জানুয়ারি নির্বাচন করতে এসেছি, পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না। নির্বাচনের জন্য আজ এবং আগামীকাল গুরুত্বপূর্ণ।’

‘আজ প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দ। নির্বাচন কীভাবে করব বা করব না বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। আমরা আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে বসেছি আলোচনা হচ্ছে, নির্বাচনের বিষয়ে বিকালে সিদ্ধান্ত জানানো হবে’- বলেছিলেন তিনি।