আওয়ামী লীগের আসন বণ্টন প্রত্যাখ্যান হাসানুল হক ইনুর

জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের আসন বণ্টন করেছে আওয়ামী লীগ। তবে তা প্রত্যাখ্যান করে পুনরায় বিবেচনা করে তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে শরিকদের আসন বণ্টন করার পর একটি ভিডিওবার্তায় এ আহ্বান জানান তিনি।
এর আগে একইদিন সন্ধ্যায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু শরিকদের আসন বণ্টন করেন। এরপরই কেন্দ্রীয় ১৪ দলে থাকা নেতারা ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
হাসানুল হক ইনু ভিডিওবার্তায় বলেন, ‘আসন বণ্টন নিয়ে আমির হোসেন আমু যে প্রস্তাব করেছেন এটা প্রাথমিক। আমরা তা গ্রহণ করিনি। পুনরায় বিবেচনা করার জন্য শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছি। আমরা মনে করি আসন বৃদ্ধি করার দরকার, স্বতন্ত্র প্রার্থী তুলে নেওয়ার দরকার।’
তার দাবি, ‘এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক ও আলোচনা হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হোক।’
আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনগুলো হলো-কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৩, বগুড়া-৪, বরিশাল-৩, রাজশাহী-২, সাতক্ষীরা-১ এবং পিরোজপুর-২।
এর মধ্যে জাসদ পাচ্ছে- কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ ও বগুড়া-৪ আসন। ওয়ার্কার্স পার্টি পাচ্ছে- বরিশাল-৩, শাতক্ষীরা-১, রাজশাহী-১। আর আনোয়ার হোসেন মঞ্জুর জেপি পাচ্ছে পিরোজপুর-২ আসন।