কিশোরগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়ন জমা দিলেন কামালউদ্দীন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের এমপি প্রার্থী কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠাইমন ও অষ্টগ্রাম) সংসদীয় ১৬৫ নং আসনে দলের মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টি/ জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক, মনতাজ-ফাতেমা ফাউন্ডেশন এর চেয়ারম্যান, আমাদের সমাজ পত্রিকার প্রকাশক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ ।
শনিবার (২৫ নভেম্বর-২০২৩ ইং) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
জাতীয় পার্টি/ জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক, মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান এর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।