ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


গ্রেপ্তার তালিকায় পড়ে গেলেন তারা!


২৪ অক্টোবর ২০১৮ ০১:৫৯

সোমবার (২২ অক্টোবর) গ্রেপ্তার হয়েছেন ব্যরিস্টার মইনুল হোসেন। এ ঘটনার পরপরই গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা। একাধিক মামলা রয়েছে ডা. জাফরুল্লাহ’র বিরুদ্ধে। মান্নাও পুরনো মামলায় জামিনে আছেন। মামলা আছে ঐক্য ফ্রন্টের সঙ্গে যুক্ত বিএনপির তিন নেতার বিরুদ্ধেও। মামলা নেই জেএসডির আ.স.ম আবদুর রবের এবং গণফোরাম নেতা ড. কামাল হোসেনের বিরুদ্ধেও।

এ ঘটনায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জেএসডির আ.স.ম আবদুর রব বলেছেন, ‘মামলা নাই। মামলা হতে কতক্ষণ। জাতীয় ঐক্য ফ্রন্ট নিয়ে আওয়ামী লীগ যে আতঙ্কিত তা বোঝা যাচ্ছে।’ তিনি বলেন ‘ক্ষমতাসীন সরকার যে ভয় পেয়েছে এই ঐক্যে তা সরকারের কার্যক্রমেই ফুটে উঠেছে।’

তবে এ ঘটনায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ অবশ্য তা মনে করছেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় ঐক্য ফ্রন্ট নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তবে, অবশ্যই তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা যে আদর্শহীন একটি ঐক্য তা জনগণের সামনে উপস্থাপন করা আমাদের দায়িত্ব।’

তবে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শুরু থেকেই জাতীয় ঐক্যফ্রন্টকে চাপে রাখার কৌশল নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকার মনে করছে, বিএনপি রাজনৈতিক মাঠ দখলের কৌশল হিসেবেই জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছে। ঐক্যফ্রন্ট যেন নির্বাচন বানচালের জন্য রাজনৈতিক কর্মসূচি গ্রহণ না করতে পারে সেটাই সরকারের লক্ষ্য। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট যদি নির্বাচনী মোর্চা হয় তাহলে সমস্যা নেই। কিন্তু তাদের কাজকর্ম এখন পর্যন্ত নির্বাচনমুখী নয়। বরং নির্বাচন বানচালের জন্যই তারা ৭ দফা দিয়েছে কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে।’ আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ৭ দফা দাবিতে রাস্তায় যেন কোনো আন্দোলন না হয় সেটা আওয়ামী লীগের লক্ষ্য। আওয়ামী লীগ নির্বাচন বিরোধী কোনো রাজনৈতিক কর্মসূচিই দানা বাঁধতে দেবে না।

সরকার মনে করছে, শুধু বিএনপি নয়, জাতীয় ঐক্য ফ্রন্টেও নির্বাচন বিরোধী শক্তি আছে। যারা মনে করছে, সিংহ ভাগ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করলেই, সরকারের জন্য নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। জে এসডি নেতা আ স ম আবদুর রব মনে করেন,’এবার সরকার ২০১৪’র মতো নির্বাচন করতে পারবে না। সরকারকে সকল দলের অংশগ্রহণে নির্বাচন করতেই হবে।‘ ঐক্য ফ্রন্তের ঐ নেতা মনে করেন,’আমাদের আন্দোলন করতে হবে না, জনগণই আন্দোলন করবে।‘

আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, জাতীয় ঐক্য ফ্রন্ট যদি নির্বাচন বানচাল বা বয়কট করতে চায়, সেক্ষেত্রে সরকারকে কঠোর হতেই হবে। সেক্ষেত্রে শুধু ব্যারিস্টার মইনুল নয়, সামনে ঐক্যফ্রন্টের অনেক নেতাই গ্রেপ্তার হতে পারেন বলে আভাষ পাওয়া গেছে। সরকার ঐক্যফ্রন্টকে চাপে রেখে নির্বাচনে নিতে চায়। আর সে কারণেই শুরু থেকেই ঐক্যফ্রন্টকে কোন ছাড় দিচ্ছে না সরকার। বরং তাদের বিরুদ্ধে পুরনো মামলাগুলো সচল করার উদ্যোগ নেয়া হচ্ছে।

এমএ