ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


বরগুনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার


২০ আগস্ট ২০২৫ ১৭:০৬

নিজস্ব ছবি

বরগুনায় কিশোর গ্যাংয়ের হামলার দুটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। এঘটনায় ওই গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলা ১১ টার দিকে এই তথ্য জানান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন । 

 

আটক হওয়া দু'জন হল, পৌর শহরের কাঠপট্টি এলাকার রিপন রায়ের ছেলে হৃদয় রায় ও লঞ্চঘাট এলাকার জয়নুল আবেদীনের ছেলে তাজবীদ আবেদীন।

 

সম্প্রতি কিশোর গ্যাংয়ের হামলার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় তাওহীদুল ইসলাম তোফা নামের এক কিশোরকে মাটিতে থুথু ফেলে তা খাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য তাজবীদ আবেদিন সহ বেশ কয়েকজন। অপর একটি ভিডিওতে দেখা যায় গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বায়জিদ শিকদারকে মারধর করছে আরেক দল কিশোর গ্যাংয়ের সদস্যরা। মারধর করার সময় ভিডিও কলের মাধ্যমে অন্য কাউকে দেখাচ্ছেন তারা। ভিডিও দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন সাধারণ শিক্ষার্থীরা।

 

রেজাউল ইসলাম নামে শিক্ষার্থী জানান, এই গ্যাং কালচার পুলিশ প্রশাসনকে কঠোর হচ্ছে দমন করতে হবে। কেউ যদি এই কিশোর গ্যাংদের জন্য তদবির করতে আসে তাকেও আইনের আওতায় আনতে হবে।

 

কিশোর গ্যাং সদস্যদের হাতে আহত তাওহীদুর ইসলাম তোফা বলেন, তাজবীদের একটা খারাপ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে আমি হা হা রিয়াক্ট দেই। তাই তাজবীদ তার লোকজন নিয়ে আমাকে সার্কিট হাউস মাঠ থেকে উঠিয়ে নিয়ে উপজেলা পরিষদের গোডাউন এলাকার একটি ফাঁকা নির্জন জায়গায় নিয়ে। আমাকে কিল ঘুষি মারেন। পরে সে তার নিচে ফেলা থুথু জিহ্বা দিয়ে খেতে বলে। আমি এই ঘটনার বিচার চাই।

 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনা পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে হৃদয় রায় ও তাজবীদ আবেদিন নামের দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে তারা। আটক দুই কিশোরকে আদালতে পাঠান তারা।

 

এম সাইফুল ইসলাম 

বরগুনা প্রতিনিধি।