ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


ডাকসুর সদস্য পদে মনোনয়ন জমা দিলেন পাকুন্দিয়ার নূরুল জান্নাত মান্না


২০ আগস্ট ২০২৫ ২০:৪৯

সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন নূরুল জান্নাত মান্না।

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন জমা দিয়ে নূরুল জান্নাত মান্না বলেন, নূরুল জান্নাত মান্না আরবী বিভাগের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি মুহসীন হল ডিবেটিং ক্লাবের পরিকল্পনা সম্পাদক।

নূরুল জান্নাত মান্নার প্রতিশ্রুতিসমূহ:

▫হলকেন্দ্রিক ছাত্ররাজনীতি নির্মূল। হল হবে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও সৃজনশীলতা বিকাশের কেন্দ্রস্থল।

▫হলে কোনো ধরনের গণরুম, গেস্টরুম কিংবা প্রোগ্রাম সংস্কৃতির পুনঃপ্রবর্তন বন্ধ করা।

▫শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণে জোরদার পদক্ষেপ গ্রহণ। বিশেষতঃ শিক্ষার্থীদের জন্য নতুন হল নির্মাণ ও আবাসন সংকট দূরীকরণ।

▫খাবারের মান ও স্বাদসহ পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। বিশেষতঃ প্রতিটি অনুষদে ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া চালু করে শিক্ষার্থীদের সাশ্রয়ী ও মানসম্মত খাবারের নিশ্চয়তা।

▫ভিন্নমত দমন, সন্ত্রাস বা দখলদারিত্ব বন্ধে প্রশাসনকে বাধ্য করা।

▫ক্যাম্পাস নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো, কুইক রেসপন্স টিম গঠন এবং বহিরাগত অনুপ্রবেশ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ। বিশেষতঃ ক্যাম্পাসে মেয়েদের নিরাপত্তা ও নেশামুক্ত পরিবেশ নিশ্চিতকরণ।

▫বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত এবং গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ।

▫বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়মিত পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ, ট্র্যাকিং সিস্টেম স্থাপন ও জোবাইক পুনরায় চালু করা। বিশেষতঃ সুফিয়া কামাল, বঙ্গমাতা ও মৈত্রী হলের জন্য পর্যাপ্ত বাস সার্ভিস ।

▫ভর্তি, পরীক্ষা ও সার্টিফিকেট উত্তোলন সংক্রান্ত প্রশাসনিক জটিলতা দূরীকরণ।

▫যৌন নিপীড়ন রোধে কার্যকর সেল গঠন।

▫হল ভিত্তিক প্রাথমিক ফ্রি ডাক্তারি সেবা নিশ্চিতকরণ এবং মেডিকেল কর্নার স্থাপন ।

এক্সট্রা কারিকুলার কার্যক্রম

▫পরিকল্পনা সম্পাদক, মুহসীন হল ডিবেটিং ক্লাব
▫সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ
▫সহ সাংগঠনিক সম্পাদক, মুহসীন হল সাহিত্য সংসদ
▫চ্যাম্পিয়ন, 'আমার চোখে জুলাই' শীর্ষক স্মৃতিচারণ ও বক্তৃতা প্রতিযোগিতা-২০২৫
▫চ্যাম্পিয়ন, গণরুম-গেস্টরুম নির্যাতন নিয়ে মুহসীন হল ডিবেটিং ক্লাবের 'আঁধারে ঘেরা দিনগুলো' শীর্ষক অভিজ্ঞতা কথন প্রতিযোগিতা-২০২৪
▫২য় রানারআপ, মুহসীন হল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫
▫সেরা বিতার্কিক, অ্যারাবিক ব্যাকব্যাঞ্চার্স ইউনিয়ন কর্তৃক ফল উৎসবের রম্য বিতর্ক-২০২৫
▫UNIDO-র পরিচালনায়, নরওয়ের সহায়তা ও DoE-DGHS-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়গুলোতে Integrated Approach Towards Sustainable Plastics Use and Marine Litter Prevention প্রকল্পের একজন ক্যাম্পেইন ভলান্টিয়ার
▫অর্গানাইজার, ❝৪র্থ হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪❞