মির্জা ফখরুল সবকিছুতে ফাঁদ দেখেন: শিক্ষামন্ত্রী

সুস্থ স্বাভাবিক রাজনীতির ধারায় নেই বলেই মির্জা ফখরুল সবকিছুতে ফাঁদ দেখেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর শহরের কোড়ালিয়ায় অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি সব সময় সবার জন্য ফাঁদ পেতেছে। তাই তারা এখন যেকোনো শুভ উদ্যোগকেও ফাঁদ মনে করে।
এ সময় দেশের স্বার্থে সুস্থ ধারার রাজনীতিতে বিএনপিকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
আইকে