ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


‘কাউকে হাতে-পায়ে ধরে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব না’


৮ এপ্রিল ২০২৩ ২৩:৩৮

‘কাউকে দাওয়াত করে, হাতে-পায়ে ধরে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব না’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা অংশ নিয়ে তিনি এ কথা জানান। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

তথ্যমন্ত্রী বলেন, কেউ আসুক না আসুক দ্বাদশ সংসদ নির্বাচন যথা সময়েই হবে। গণতন্ত্রের পথচলা ও সংসদের পথচলা নিরবচ্ছিন্ন রাখতে এবং সংসদীয় গণতন্ত্র সংহত রাখার জন্যই নির্বাচন যথাসময়ে হবে।

বিএনপি নানান ষড়যন্ত্র করছে মন্তব্য করে তিনি বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচাল করতে বিএনপি ৫০০ ভোটকেন্দ্র পুড়িয়েছিল। দুজন নির্বাচনী কর্মকর্তাসহ কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। তারা সেই ষড়যন্ত্র আবার শুরু করেছে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির সংসদ সদস্যরা কিছুদিন আগে সংসদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদত্যাগ করেছেন। তারা মূলত সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্যই পদত্যাগ করেছিলেন। আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতেও আজ নানান ষড়যন্ত্র হচ্ছে।

আইকে