বিএনপি স্বাধীনতা বিশ্বাস করে না : কাদের

বিএনপি কখনও এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, বিএনপি তাদের সময়ের দুঃসহ ইতিহাস আড়াল করতেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি কখনও এ দেশের স্বাধীনতা বিশ্বাস করে না।
তিনি বলেন, যারা ৫২ বছর পরেও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের মানসিকতা এখনও পরাধীনতার শৃঙ্খলে বন্দি। তারা যখনই ক্ষমতায় এসেছে জনগণ ও দেশের উন্নয়নে কোনো কাজ করেনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার যখন জনগণের ভাগ্যোন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেষ্টা করছে, তখনই কতিপয় চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে।
আইকে