ঢাকা মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


প্রথম আলোর খবরটি ষড়যন্ত্রমূলক: হানিফ


৩০ মার্চ ২০২৩ ২২:০২

প্রথম আলোর খবরটি ষড়যন্ত্রমূলক ছিল, যা নিয়ে বিএনপি রাজনীতি করছে। এর দায়ভার ওই পত্রিকাকে নিতে হবে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে ১৪ দলের সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রথম আলো পত্রিকা বরাবরই সরকারের বিরুদ্ধে সংবাদ প্রচার করে। কিন্তু তারা এবার মিথ্যা সংবাদ তৈরি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

হুঁশিয়ার করে আওয়ামী লীগের এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

আইকে