ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


এরশাদ-খালেদা আলেমদের মূলা ঝুলিয়ে রেখেছিলেন: তথ্যমন্ত্রী


৩০ মার্চ ২০২৩ ০৩:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষার্থীদের স্বীকৃতি দিয়েছেন। সরকারি চাকরিও দিয়েছেন। এর আগে এরশাদ ও খালেদা জিয়া মূলা ঝুলিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আলেমদের প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকারই একমাত্র কাজ করেছে। এমনকি যারা ইসলামের কথা বলে ভোট নেওয়ার চেষ্টা করেছেন তারাও কিছুই করেননি।

বুধবার (২৯ মার্চ) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এদেশে জোর জুলুম করে কখনো ইসলাম প্রতিষ্ঠা হয়নি। অলি-আউলিয়াদের মাধ্যমে এ দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। যারা অলি আওলাদের মানে না তারা বিএনপিদের সঙ্গে রয়েছেন।

রাজধানীর হোটেল ফারসে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। বক্তব্য রাখেন মাওলানা মেজবাউর রহমান চৌধুরী।

আইকে