ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


অবৈধভাবে ক্ষমতায় যাওয়া বিএনপি এখন গণতন্ত্র চায়: প্রধানমন্ত্রী


২৭ মার্চ ২০২৩ ২১:২৪

অবৈধভাবে ক্ষমতায় যাওয়া বিএনপি এখন গণতন্ত্র চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি, মিলিটারির পকেট থেকে হয়েছে, তারাই নাকি গণতন্ত্রের জন্য লড়াই করে।’

আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু দেশের ভেতরে নয়, দেশের বাইরে গিয়েও নালিশ করা বিএনপির চরিত্র। তারা মনে করে দেশের বাহিরে থেকে এসে কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না বলেও এ সময় মন্তব্য করেন সরকারপ্রধান।

বিএনপি প্রতিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা। জিতবে না জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুরু করা ভাষা আন্দোলনের পথ ধরেই এসেছে বলে মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের একটি রাষ্ট্র দিয়েছেন। একটি জাতি হিসেবে মর্যাদা দিয়েছেন। বিশ্ব দরবারে আত্মপরিচয়ের সুযোগ করে দিয়েছেন। তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য।’

আইকে