ড. কামালকে ধমকালেন মইনুল, অতঃপর...

এবার জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনকেই ধমক দিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। মইনুলকে তিনি বললেন, ‘আমাকে জ্ঞান দেবেন না।’
শুক্রবার (১৯ অক্টোবর) সকালে ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ড. কামাল। নারী সাংবাদিককে কটূক্তি করার প্রসঙ্গ নিয়েই ব্যারিস্টার মইনুলের সঙ্গে কথা বলেন জাতীয় ঐক্যের আহ্বায়ক।
তিনি বলেন, ‘বিষয়টা খারাপের দিকে যাচ্ছে। সব মহল থেকে নিন্দা জানানো হচ্ছে। সবাই এটাকে কনডেম করছে।’ ব্যারিস্টার মইনুল জবাবে বলেন, আমি তো তার কাছে টেলিফোনে ক্ষমা চেয়েছি। আর কি করবো? ড. কামাল বলেন, ‘একটা প্রেস কনফারেন্স করে আপনি ক্ষমা চান।’
এ সময় ফোনে মইনুল কামালকে বলেন, এখন তার বিরুদ্ধে যা করা হচ্ছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, আমি তো এটা করবো না। এরপর ড. কামাল তাকে কিছু বোঝানোর চেষ্টা করলে ব্যারিস্টার মইনুল ক্ষেপে গিয়ে বলেন, আমাকে জ্ঞান দেবেন না। এরপর মইনুল ফোনের লাইনও কেটে দেন।
এ বিষয়টি নিশ্চিত করেন ড. কামাল হোসেনের ঘনিষ্ঠজন।
এমএ