বিকল্পধারা থেকে বি চৌধুরী ও মাহী বহিষ্কার

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে বহিস্কার করেছে দলটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিস্কার করা হয়েছে।
নুরুল আমীন বেপারীকে সভাপতি ও শাহ আহমদ বাদলকে মহাসচিব করে নতুন কমিটি ঘোষণা করেছে বিকল্পধারা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নবগঠিত কমিটির সভাপতি ও মহাসচিব সাংবাদিকদের এ কথা জানান।
নতুন সভাপতি নুরুল আমীন বেপারী বলেন, দু একদিনের মধ্যেই তলবী সভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আছি ও থাকব। আমরা গভীরভাবে বিশ্বাস করি, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সকল দলের অংশগ্রহণে নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট সফলভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন, সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এজন্য আমরা প্রেস ক্লাবের সামনেই আমাদের নতুন কমিটি ঘোষণা করতে হলো। এছাড়া সংবাদ সম্মেলন না করার জন্য আমাকে মোবাইলে হুমকি দেয়া হয়েছে।
তিনি বলেন,বি-চৌধুরী ও মাহী বি চৌধুরী জাতীয় আকাঙ্খা প্রতিফলনে ব্যর্থ হয়েছে। একটি সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্টকে প্রশ্নবিদ্ধ করেছে। জাতীর সঙ্গে প্রতারণা করেছে। সরকারের দালালি করেছে। শিগগিরি আমরা পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করব। সময়সুযোগ বুঝে কাউন্সিল অধিবেশন ডাকব।
আরকেএইচ