পূজা মন্ডপে গিয়ে যা বললেন মেয়র লিটন

যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, ৭১ সালের মুক্তি যুদ্ধে শুধু মুসলমানরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই শুধু মুসলমানরা রক্ত দেয় নাই। সে সময় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ও যুদ্ধ করেছিল রক্ত দিয়েছিল দেশের জন্য। তাই এ দেশে সকলের মিলে মিশে একসাথে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, শার্শার ডিহি ইউনিয়নের ৩৬৬টি পরিবার আজ নেই। সেখানে একটি পূজা মন্ডপ ও স্থাপিত হয়নি। আমাদের শার্শাকে উন্নয়ন করতে হলে সকলে মিলে এক সাথে শুভ শক্তির উদয় করে জনগনকে সেবা দিতে হবে। আমরা শার্শার উন্নয়নে আর কোন অশুভ শক্তিকে সুযোগ দিতে চাই না। কথাগুলো বললেন পূজা মন্ডপ পরিদর্শনে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০ থেকে উত্তর শার্শার ৮টি পূজা মন্ডপ পরিদর্শন কালে মেয়র লিটন এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমাদের ডিহি ইউনিয়নের ৩৬৬ টি হিন্দু পরিবার কেন আজ চলে গেল তা আপনারা জানেন। তাদের অপরাধ ছিল তারা স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়েছে। নৌকায় ভোট দেওয়ার অভিযোগে তাদের উপর নির্যাতন নিপিড়ন অত্যাচার নেমে আসায় তারা বাধ্য হয় বাংলাদেশ ছাড়তে। আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা হজে যাওয়ার আগে সিদ্ধেশ^রী ও ঢাকেশ^রী মন্দির পরিদর্শন করে গেছেন। তিনি চান হিন্দু মুসলমান সকলে মিলে মিশে সম্প্রীতির বাংলাদেশে বসবাস করুক এবং একে অপরেরর উৎসবে যোগদান করুক।
এমসয় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, অর্থবিষয়ক সম্পাদক খোদাবক্স, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল,শার্শা উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতা আমিনুর রহমান, সদস্য জাকির হোসেন আলম, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, পৌর কাউন্সিলার রাশেদ আলী, পৌর আওয়ামীলীগ নেতা আবু তাহের বাবলু,৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি আছাদুজ্জামান আছাদ, ৯ নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক আছাদুজ্জামান আশা শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, প্রচার সম্পাদক এনামুল হক মুকুল, ডিহি ইউনয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবাইদুর রহমান প্রমুখ।
এমএ