মইনুলকে ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত মাজতে বললেন কৃষিমন্ত্রী!

একাত্তর টেলিভিশনের এক টকশোতে সম্প্রতি নারী সাংবাদিক মাসুদা ভাট্টির উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।
একটি অনলাইন পোর্টালের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘ম্যাজিক টুথ পাউডারের একটি বিজ্ঞাপন আছে। সেখানে যারা গালিগালাজ করে তাদের বলা হয়, আপনার মুখে গন্ধ। ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত মাজুন। আমার মনে হয়, স্কয়ার গ্রুপের (ম্যাজিক টুথ পাউডার স্কয়ার গ্রুপের একটি পণ্য) উচিত এই বিজ্ঞাপনের মডেল চেঞ্জ করা এবং ব্যারিস্টার মইনুল হোসেনকে এই বিজ্ঞাপনের মডেল হিসেবে নেওয়া। ওই বিজ্ঞাপনে মইনুল হোসেনকে কেউ বলবে যে তাঁর মুখে অনেক গন্ধ এবং তাঁর ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ করা উচিত। এছাড়া এরকম অশ্লীল এবং নিম্নমানের কথাবার্তার কী প্রতিক্রিয়া আমি জানাবো।’
মাসুদা ভাট্টিকে লাইভ টকশোতে ‘চরিত্রহীন’ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ব্যারিস্টার মইনুল হোসেন। এবার তাঁর সমালোচনায় যোগ দিলেন মতিয়া চৌধুরীও।