ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, এমন দলের ওপর ভর করেছে বিএনপি: তথ্যমন্ত্রী


১৪ মার্চ ২০২৩ ২৩:২৩

বিগত নির্বাচনে বিএনপি হেভিওয়েট রাজনীতিবিদ হায়ার করে হারলেও এবার ছোট দলগুলোর ওপর ভর করেছে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে ড. কামালের মতো হেভিওয়েট রাজনীতিবিদ হায়ার করেও ৭টি আসন পেয়েছিল তারা। অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, এমন দলের ওপর বিএনপি এবার ভর করছে।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে তিনি এমন মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন বিদেশি কূটনীতিকদের পদলেহন করছে। সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে তা সময়ই বলে দেবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অধীনে ভোট হবে। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আইকে