ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


দেশকে এখন গণতান্ত্রিক বলা যাবে না: জি এম কাদের


১২ মার্চ ২০২৩ ০৬:৩৬

এই দেশকে এখন গণতান্ত্রিক বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, ‘দেশে আজ সত্য কথা বলা যায় না, অনেকে গণতন্ত্রের কথা বলেন, অথচ দেশে আজ কোনো গণতন্ত্র নেই। দেশে এখন স্বৈরশাসন চলছে।’

কুমিল্লার টাউন হল মাঠে শনিবার (১১ মার্চ) জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জি এম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, সরকার মুক্তিযুদ্ধের কথা বলে। অথচ মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল তা বাস্তবায়ন করছে না। সরকার যখন পক্ষ হয় তখন অবাধ, নিরপেক্ষ নির্বাচন আর হয় না বরং পক্ষপাতিত্ব হয়।

জিএম কাদের বলেন, বাংলাদেশে সঞ্চয় ও রিজার্ভ কমে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ বলছে আমরা বাংলাদেশের হিসাব-নিকাশ বিশ্বাস করি না। সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করে ফেলছে। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, অথচ সরকারের কোনো খবর নেই।

দেশ এখন দেউলিয়া হয়ে গেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

সম্মেলনে এয়ার আহমেদ সেলিমকে সভাপতি ও ওবায়দুল কবির মোহনকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়।

আইকে